সন্ত্রাসবাদী কার্যকলাপকে পাকিস্তানের সমর্থন নিন্দনীয়: ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী

ভারতের ৭০তম স্বাধীনতা দিবসে আজ নতুন দিল্লীর লালকেল্লা থেকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি স্পষ্ট ভাষায় পাকিস্তানকেই সন্ত্রাবাদে মদত দেওয়ার জন্যে দায়ি করেছেন। এছাড়া মোদীর হুঁশিয়ারি কোনও অবস্থাতেই ভারতের মাটিতে জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করা হবে না। পাকিস্তানকে কড়া ভাষায় নিন্দা করে নরেন্দ্র মোদী বলেন, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে, তা নিন্দনীয়।

এছাড়াও, স্বাধীনতা দিবসের বক্তৃতায় তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর সরকারের লক্ষ্য এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার।

এদিকে, আজ গোটা দেশের সাথেই পশ্চিমবঙ্গেও দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হল। মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে অভিবাদন গ্রহন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

সন্ত্রাসবাদী কার্যকলাপকে পাকিস্তানের সমর্থন নিন্দনীয়: ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী