ভারতের নাগরিকত্ব আইন সংশোধনে ক্রমশ বিক্ষোভ হিংসাত্মক রূপ নিচ্ছে

সম্প্রতি ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে এবং ক্রমশ বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠেছে। এই বিষয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তীর সঙ্গে এখন কথা বলছেন তাহিরা কিব্রিয়া।

আমরা দেখেছি, নাগরিকত্ব সংশোধন বিলের প্রস্তাব ওঠার পরেই বিক্ষোভ শুরু হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে অসম ও ত্রিপুরায়। বিলটি আইনে পরিণত হওয়ার পর সেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে অসম ও ত্রিপুরায় বিক্ষোভের স্বরূপ ভিন্ন অন্যান্য রাজ্যের তুলনায়।

Your browser doesn’t support HTML5

dc


বিস্তারিত জানার জন্য অডিওতে চাপ দিন।