সিএএ'র বৈধতা বিবেচনার জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠানো হবে: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, সিএএ-র বৈধতা বিবেচনার জন্য সেটি পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠানো হবে।

সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল ১৪৪টি। আইনজীবীরা যাকে বলছেন রেকর্ড সংখ্যক। এছাড়াও দেশের বিভিন্ন হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছে আরো ১৫/১৬টি। আজ সর্বোচ্চ আদালতে তার শুনানিতে কংগ্রেসের দাবি ছিল বিষয়টির ফয়সালা না হওয়া পর্যন্ত ঐ আইন রূপায়ণে স্থগিতাদেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারের বক্তব্য না শুনে একতরফা স্থগিতাদেশ জারি করা সম্ভব নয়।

সরকার বক্তব্য জানানোর জন্য ছ'সপ্তাহ সময় চাইলেও তাদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে, বিষয়টি বিবেচনার জন্য পাঁচ সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হবে। ইতোমধ্যে কোন হাইকোর্টে এ ব্যাপারে শুনানি হবে না।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।