ভারত বিদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বাতিল করেছে

ভারত সরকার বিদেশিদের জন্য নির্দিষ্ট কয়েকটি ধরনের ছাড়া আর সব ধরনের ভিসা আপাতত বাতিল করে দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউনের জন্য এখন ভারতের মাটিতে আন্তর্জাতিক বিমান নামা নিষেধ, এখান থেকে বিদেশে যাওয়ার বিমানও ছাড়ছে না। কাজেই এই মুহূর্তে ভিসার কোন দরকারই নেই। এমনকি ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক, যাঁদের কাছে ওসিআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অনাবাসী ভারতীয় নাগরিকদের জন্য স্থায়ী ভিসা, যাতে প্রায় পাসপোর্টের মতোই সব রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, যতবার খুশি দেশের বাইরে যাওয়া যায় এবং বিদেশ থেকে দেশে আসা যায়, বিদেশে যত দিন খুশি থাকা যায়, শুধুমাত্র ভারতে ভোট দেওয়া যায় না, সেই ভিসাও আপাতত স্থগিত রাখা হয়েছে।

বলা হয়েছে, যতদিন না আবার আন্তর্জাতিক উড়ান চালু না হচ্ছে ততদিন পর্যন্ত ওই ভিসা যাঁদের আছে তাঁরাও তা ব্যবহার করতে পারবেন না। তবে যেসব বিদেশি নাগরিক ভারতে বেড়াতে কিংবা চিকিৎসার জন্য কিংবা পড়াশোনার জন্য অথবা অন্য কোনও দরকারি কাজে এসে হঠাৎ লকডাউন হয়ে যাওয়ায় দেশে ফেরত যেতে পারেননি, তাঁদের জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ ব্যবস্থা নিয়েছে। সেই অনুযায়ী, ইতোমধ্যে তাঁদের ভিসা ফুরিয়ে গেলেও যতদিন না আন্তর্জাতিক উড়ান চালু হচ্ছে ততদিন এবং তারপরেও ৩০ দিন পর্যন্ত ঐ ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আলাদা করে কোন আবেদন করার দরকার হবে না। এটা এ দেশে আটকে পড়া বিদেশিদের জন্য একটা বড় স্বস্তি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।