ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে তিন হাজার ৭২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেল। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছুঁইছুঁই।
করোনার হানায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ফলে কোভিডের কারণে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দু’হাজার ৫৪৯ জন। তবে করোনায় মৃত্যুর পাশাপাশি সুস্থ হবার হারও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এই রোগে আক্রান্ত হয়ে এখনো অবধি সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৩৫ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩৩.৬৩ শতাংশ।
করোনায় আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২৫ হাজার ৯২২ জন এখনো অবধি আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা হানায় ৯৭৫ জন প্রাণ হারিয়েছেন বাণিজ্য নগরীতে। এরপরই রয়েছে গুজরাত। সেখানে প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ন’হাজার ২৬৭ জন। মৃত্যুর সংখ্যা ৬৪তে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ন’হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যার হিসাবে এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ।
পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’হাজার ২৯০ জন। রাজ্যে সরাসরি করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।