মহারাষ্ট্রের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

মহারাষ্ট্রের শিরপুরে ভয়াবহ বিস্ফোরণ রাসায়নিক এক কারখানায়। প্রাথমিকভাবে জানা গেছে আজ এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের এবং গুরুতর জখম হয়েছেন ১৫ জন। ঘটনাটি ঘটেছে আজ ভারতীয় সময় সকাল ৯.৪৫ নাগাদ।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ওই কারখানায় বিস্ফোরণের সময় আটকে পড়ে কমপক্ষে ৮০ জনের মতো শ্রমিক। বিস্ফোরণের ফলে রাসয়নিক গ্যাসে এলাকায় দমবন্ধ পরিস্থিতি তৈরিও হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদসংস্থা সূত্রের খবর। বিস্ফোরণ ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়ে যায় বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআইকে এক পুলিস অফিসার জানিয়েছেন, ঘটনার সময় কারখানায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ শ্রমিক। সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে অনুমান। প্রচুর দাহ্য পদার্থ ছিল ওই কারখানায়। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের ফেটে যাওয়ায় বিকট শব্দ শোনা যায় সংশ্লিষ্ট অঞ্চলে। এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।শিরপুরের পুলিস জানিয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী এখনো পর্যন্ত ৮টি দেহ উদ্ধার করা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায় বিপর্যয় মোকাবিলার দফতরের কর্মীরা। উদ্ধারকাজে নজরদারি রাখতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছন পুলিস, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরাও।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।