ভারতের প্রধান বিচারপতির অফিস তথ্য অধিকার আইনের আওতায়

ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে একথা জানালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

উল্লেখ করা যেতে পারে গত ২০১০ সালে দিল্লি হাইকোর্টও এই রায় দিয়েছিল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩-২ মত পোষণ এর ভিত্তিতে সম্মতি জানায় দিল্লি হাইকোর্টৈর রায়কে। এ দিন বিচারপতি এস খান্না জানান, জনস্বার্থেই বিচার ব্যবস্থার স্বচ্ছতা থাকা প্রয়োজন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্তা সহমত পোষণ করেন। অন্যদিকে ভিন্ন মত রাখেন বিচারপতি রামান্না, বিচারপতি চন্দ্রচূড়।

দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল পিটিশন দায়ের করেছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে, এক দশক আগে দিল্লি হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনে আনার আবেদন জানান চন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তি।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।