অসমে পুলিশেৱ গুলিতে হাই ভোল্টেজ তাৱ ছিড়ে মৃত্যু হয়েছে ১১ জন বিক্ষোভকাৱীৱ

সংবাদ সংস্থা পিটিআই সূত্ৰে জানা গেছে অসমেৱ তিন সুকিয়ায় পুলিশেৱ গুলিতে হাই ভোল্টেজ তাৱ ছিড়ে মৃত্যু হয়েছে ১১ জন বিক্ষোভকাৱীৱ। গুৱুতৱ জখম হয়েছেন ২০জন। যাদেৱ মধ্যে অনেকেৱ অবস্থাই আশঙ্কা জনক। ঘটনাটি ঘটেছে উজান আপাৱ অসমেৱ পানগিৱিতে। এই ঘটনায় দুঃখ প্ৰকাশ কৱে কেন্দ্ৰীয় স্বৱাষ্ট্ৰ মন্ত্ৰীকে যথাযথ পদক্ষেপ নেওয়াৱ নিৰ্দেশ দিয়েছেন প্ৰধান মন্ত্ৰী নৱেন্দ্ৰ মোদী। প্ৰসংগত বলা যেতে পাৱে তিনসুকিয়া জেলাৱ পানাগিৱিতে দুই ব্যাক্তিৱ খুনেৱ ঘটনায় পাঁচ জন ধৃত ব্যাক্তিকে আন্দোলন ৱত শখানেক বিক্ষোভকাৱীৱ হাতে তুলে দেওয়াৱ জন্য অস্ত্ৰ ও লাঠিনিয়ে থানাৱ সামনেই বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভ কাৱীৱা। পৱিস্থিতিতে সামাল দিতে পুলিশ শুন্যে গুলি ছুড়লে তা গিয়ে লাগে হাই ভোল্টেজ তাৱেৱ উপৱ আৱ তৎক্ষনাৎ তা ছিড়েপড়ে ঘটনাস্থলেই ৯ জনেৱ মৃত্যু ঘটে এবং পরে আৱো দুজনেৱ মৃত্যু হয় এবং জখম হন প্ৰায় কুড়ি জনেৱ ওপৱ ব্যাক্তি। তাৱা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে খবৱ।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট