ভারত সরকার জম্মু ও কাশ্মীরের সম্পদ ভাগাভাগির জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে

ভারত সরকার একটি কমিটি গঠন করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মধ্যে সম্পত্তি ও দায় ভাগাভাগির কাজ শুরু করে দিল।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ একমাসেরও বেশি আগে জম্মু ও কাশ্মীর ভেঙে লাদাখকে আলাদা করে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের কথা ঘোষণা করেছিলেন। সরকারি ভাবে তা রূপায়িত হবে আগামী ৩১শে অক্টোবর। তার আগে ঐ দুটির মধ্যে সম্পদ ও দায় ভাগাভাগির জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তিন সদস্যের ঐ কমিটির শীর্ষে রয়েছেন দক্ষ ও অভিজ্ঞ বাঙালি আমলা সঞ্জয় মিত্র, যিনি এর আগে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ছিলেন, পরে দিল্লিতে গিয়ে প্রতিরক্ষা সচিবের গুরুদায়িত্ব পালন করেছেন।

একটি রাজ্য ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পরে সেগুলির মধ্যে বিষয় সম্পত্তি ও দায়ভাগ সমহারে বন্টন সহজ কাজ নয়। যথেষ্ট জটিল প্রক্রিয়া, সময় সাপেক্ষ তো বটেই। আর দেড় মাসের মধ্যে তা শেষ করা কোন মতেই সম্ভব হবে না বুঝেই প্রাথমিক ভাবে কমিটির কার্যকাল ৬ মাস রাখা হয়েছে, প্রয়োজনে মেয়াদ আরো বাড়ানো হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।