ভারতের নাগরিকত্ব আইন নিয়ে ডক্টর মিরাতুন নাহারের বিশ্লেষণ

প্রফেসার মিরাতুন নাহার এক সময় শিক্ষকতা করতেন। এখন অবসর নিয়েছেন, তবে সর্বক্ষণই ব্যস্ত রাখেন নিজেকে, নানান রকমের তৎপরতায়- বিশেষ করে শিক্ষা ও সমাজ কল্যান কর্মকান্ডে। চিন্তাবিদ ডক্টর নাহার লেখেনও নিয়মিত নানান বিষয় নিয়ে। বর্তমানে ভারতের নাগরিকত্ব বিলের সংশোধিত সংষ্করণ CAB'কে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অংশে যে প্রচন্ড বিক্ষোভে উত্তাল হয়েছে, তা নিয়েই আমরা কথা বলি ডক্টর মিরাতুন নাহারের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ডক্টর মিরাতুন নাহারের বিশ্লেষণ