মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করেছে ভূপেন হাজারিকার পরিবার

উপমহাদেশের সুপরিচিত সঙ্গীতকার ভূপেন হাজারিকার পরিবার জানিয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করেছেন তারা। অসমের প্রয়াত সঙ্গীতশিল্পীর ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন, তাঁরা এই সম্মান গ্রহণ করছেন না।

১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর আসামের সাদিয়ায় জন্ম হয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার। তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। ২০১১ সালের ৫ নভেম্বর তিনি প্রয়াত হন। সঙ্গীত ও সমাজে অবদানের জন্য পদ্মভূষণ, পদ্ম বিভূষণ, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কার পান ভূপেন হাজারিকা। তবে এবার তাঁর অবর্তমানে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ফিরিয়ে দিল পরিবার। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করেছে ভূপেন হাজারিকার পরিবার