তিন পাকিস্তানী জঙ্গিকে ধরতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে এন আই এ

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভারতে পাঠান কোটের বায়ূসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার মূল চক্রী মৌলানা মাসুদ আজহারের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী এন আই এ।

পাঞ্জাবের মোহালির এক বিশেষ আদালত মাসুদ আজহারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশ দেয়। তারপরই মাসুদ আজহার'সহ পঠান কোট কান্ডে জড়িত তিন পাকিস্তানী জঙ্গিকে ধরতে রেড কর্নার নোটিশ জারি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এন আই এ।

মাসুদ আজহার সহ তিন জঙ্গির গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্তে উঠে আসা যাবতীয় তথ্য প্রমান সিবিআই'য়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এন আই এ সূত্রের খবর।

প্রসংগত বলা যেতে পারে ভারতে ইন্টারপোলের নোডাল এজেন্সী হিসেবে কাজ করে সিবিআই।

সূত্রের খবর, মাসুদ আজহার বাদে পাঠান কোট কান্ডে যে তিন পাক জঙ্গির নাম জড়িয়েছে তাদের মধ্যে একজন আব্দুল রউফ। সে মাসুদের ভাই। এছাড়াও এন আই এ'র বিশেষ আদালত কাসিফ জান এবং সাহিদ লাতিফের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইন্টারপোলের কাছে এই চার পাক জঙ্গির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আরজি রেখেছে এন আই এ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

তিন পাকিস্তানী জঙ্গিকে ধরতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে এন আই এ