ভারতের আকাশেও ৭৩৭ ম্যাক্স এইট চলাচল বন্ধ

ভারতের আকাশেও বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল বিকেলেই ডাইরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছিল, এখনই এই বিমান বন্ধ করার উপযুক্ত কারণ দেখা যাচ্ছে না। কিন্তু কাল রাত সাড়ে ১১টায় হঠাৎই নির্দেশ দেওয়া হয়, বুধবার বেলা ৪টার মধ্যে ভারতে সব বোয়িং ম্যাক্স এইট বসিয়ে দিতে হবে।

বিমান মন্ত্রকও জানিয়ে দেয়, যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয়। বোয়িং কোম্পানি সব রকম পরীক্ষা নিরীক্ষা করে কোথায় ত্রুটি বের করুক। ততদিন ভারতের আকাশে এই বিমানের ওঠানামা বন্ধ থাকবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।