গোখ্যাল্যান্ড রাজ্য গঠনের আন্দোলনে জড়াতে রাজি নয় বিজেপি সরকার

পশ্চিমবঙ্গকে ভেঙে স্বতন্ত্র গোখ্যাল্যান্ড রাজ্য গঠনের লড়াইতে কেন্দ্রের বিজেপি সরকারের সহায় পাওয়ার আশায় ছিল গোর্খা জনমুক্তি মোর্চা। এমনকি মোর্চা আর বিজেপি'র বোঝাপড়ার সুবাদেই দার্জিলিং থেকে বিজেপি সাংসদ হয়েছেন সুরিন্দার সিং আলুওয়ালিয়া। কিন্তু এখন আন্দোলেনে জড়াতে অনিচ্ছুক কেন্দ্র।

স্বরাষ্ট্র মন্ত্রক বলে দিয়েছে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করবে না। উল্টো আন্দোলন দমন করতে রাজ্যের অনুরোধে আরো ৬০০ কেন্দ্রীয় বাহিনী দার্জিলিঙে আসছে। আগেই সেনা নেমেছে সেখানে। অথচ, বিজেপি'র ভরসাতেই আন্দোলন শুরু করেছিল মোর্চা। ওদিকে, রাজ্য তো কড়া হাতে আন্দোলন দমন করছে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গোখ্যাল্যান্ড রাজ্য গঠনের আন্দোলনে জড়াতে রাজি নয় বিজেপি সরকার