দেশকে ভালবাসার থেকে বড় কিছু নেই: ভারতের প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের সকালে রাজধানী দিল্লির লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বারে বারেই দেশপ্রেমের কথা বলেন।

দীর্ঘ দেড় ঘন্টার বক্তৃতার মধ্যে তিনি আরো বলেছেন যে, স্বাধীনতা সংগ্রামের সময় জন্মাইনি বলে দেশের জন্য মরার সুযোগ পাইনি। কিন্তু দেশের জন্যে বাঁচার সুযোগ তো পেয়েছি! দেশকে ভালবাসার থেকে বড় কিছু নেই।

এর কিছুক্ষণ পরে কলকাতায় একটি অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জাতীয় পতাকা উত্তোলন করার পর প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঠেস দিয়ে মন্তব্য করেন, যাঁরা স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়ে ভারতকে স্বাধীন করেছিলেন, তাঁরা মানুষকে ভালবাসতেন। দেশবাসীরা সেই ভালবাসায় উদ্বুদ্ধ হয়েছিলেন।

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, ফিরহাদ হাকিমের কথার কোন গুরুত্ব নেই। তৃণমূল আগে নিজেদের দলের ঝগড়া মেটাক, তারপর দেশের কথা ভাবুক।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।