মোদীর ডাকা বৈঠকে আবারো যাচ্ছেন না মমতা

ভারতের লোকসভা ও রাজ্যসভায় যে সমস্ত দলের সাংসদ রয়েছে, সেই সব দলের সভাপতিদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তাই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতিদের বৈঠক ডেকেছেন তিনি। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন না বলে ইতোমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অন্তত ৩০০টি লোকসভা কেন্দ্রে ইভিএম কারচুপি হয়েছে। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।