ভারতে বিজেপি বিরোধী জোট হতে পারে

২০শে নভেম্বর পাটনায় আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জনতা দল-ইউনাইটেড বা জেডিইউ নেতা নীতিশ কুমার। সেই মঞ্চে তাঁর পাশেই দেখা যাওয়ার সম্ভাবনা বিভিন্ন কংগ্রেস-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়াল, জম্মু-কাশ্মিরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রি ফারুক ও ওমর আবদুল্লাকে।

কিন্তু সবচেয়ে চমকপ্রদ উপস্থিতি ঘটতে পারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। দীর্ঘ দিনের ঘোষিত রাজনৈতিক শত্রু তৃণমূল কংগ্রেস ও সিপিএম দলের শীর্ষ নেতৃত্বকে একই সঙ্গে দেখতে পাওয়া গেলে তা হবে এক বিরল দৃশ্য। বিহার বিধানসভা নির্বাচনে তিন দলের জোট যে ভাবে ধরাশায়ী করেছে বিজেপি'কে, তারই বৃহত্তর সংস্করণ ভবিষ্যতে দেখা যেতে পারে বিজেপির চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে। তাই পাটনার শপথগ্রহণ মঞ্চ হয়ে উঠতে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতবাহী।

Your browser doesn’t support HTML5

বিজেপি বিরোধী জোট হতে পারে ভারতে