পশ্চিমবঙ্গ জুড়ে এনআরসি আতঙ্ক

ভারতের অসমে প্রকাশিত হয়েছে নাগরিকপঞ্জি। আর তারপরই পশ্চিমবঙ্গে এনআরসি'র দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতারা। রাজ্যে শাসকদল তৃণমূল এর তীব্র বিরোধিতা করলেও, ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা হবেই বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। আর তারপরই রাজ্যজুড়ে নথিপত্র আপডেশনের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এনআরসি চালু হতে পারে এই গুজবে পোস্ট অফিস থেকে ব্যাঙ্ক, বিডিও অফিস থেকে পুরসভা সর্বত্র নথিপত্র আপডেশনের জন্য ভিড় জমাচ্ছেন মানুষ।

সকাল ৬ থেকেই সুদীর্ঘ লাইন পড়েছে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বিডিও অফিসে। টানা ৪ থেকে ৫ ঘণ্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। রেশন কার্ডে কোন ভুল আছে কিনা, তা খতিয়ে দেখে সংশোধনের জন্য এসেছেন সবাই। সামান্য ভুলের জন্য যাতে অহেতুক ভোগান্তি পোহাতে না হয়, তাই তটস্থ সবাই।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।