ভারতে আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপি বিরোধী জোট বাঁধা নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন।
বিকেলে একটি বিশেষ বিমানে কলকাতা পৌঁছেই চন্দ্রবাবু নবান্নে চলে যান, নির্ধারিত সময়ের আগেই। তিনি চাইছিলেন ২২ নভেম্বর সব বিজেপি বিরোধী নেতা ও নেত্রীদের নিয়ে একটি বৈঠকে বসে মহাজোটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ঐ দিন মমতার অসুবিধা থাকায় বৈঠকের দিন পেছানো হবে। আজ দু'জনের আলোচনার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের মহা জনসভায় তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু উপস্থিত থাকবেন। অন্যান্য বিরোধী দলনেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
সংসদ অধিবেশনের আগে সবাই মিলে একবার আলোচনা হবে। চন্দ্রবাবু বলেন, এই মুহূর্তে দেশ সংকটাপন্ন। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত না করলে ভারত ধ্বংস হয়ে যাবে। উল্লেখ করা যেতে পারে, চন্দ্রবাবু ইতোমধ্যেই সব গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও তাঁর সঙ্গে একমত।
Your browser doesn’t support HTML5
পুণে থেকে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।