নতুন ভারত চলবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শেই: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’ কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করেই আজ ভারতের ১৭তম লোকসভার প্রথম যৌথ অধিবেশন শুরু করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি জানালেন, নতুন ভারত চলবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শেই।

আজ ভারতের ১৭তম লোকসভার প্রথম অধিবেশনে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ও নব নির্বাচিত সাংসদদের অভিনন্দন জানান। ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষকে বন্ধনমুক্ত রাখতে চাই। বৈষম্যহীন সমাজ গড়তেই কাজ করবে সরকার।

এদিনের ভাষণে দেশে কালো টাকা উদ্ধারের বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন সরকার যে আগের পথেই চলবে তাও আজ স্পষ্ট করেন রাষ্ট্রপতি। পাশাপাশি এক দেশ, এক নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেরও আজ প্রশংসা করেন তিনি। বলেন, “এটাই এই সময়ের চাহিদা। এক দেশ, এক নির্বাচন চালু হলে দেশের মানুষের উপকার হবে। কারণ, বিভিন্ন সময়ে নির্বাচন হওয়ার ফলে উন্নয়নের কাজ থমকে যায়।”

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।