কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী

ভারতের জাতীয় কংগ্রেস দলের সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেনই, একথা বৃহস্পতিবার আরো একবার স্পষ্ট জানিয়ে দিলেন রাহুল গান্ধী।

আজ সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী আবারো বলেন, লোকসভা ভোটে দলের খারাপ ফলের দায় নিয়ে তিনি পদত্যাগ করতে চান। পরবর্তী সভাপতি কে হবেন, তা নিয়েও মাথা ঘামাবেন না, দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি যদি পরবর্তী সভাপতি ঠিক করতে যান, তাহলে বিষয়টি জটিল হয়ে যাবে। রাহুলের বক্তব্য, কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটি বিশ্বাসযোগ্য হওয়া চাই।

কংগ্রেসের বিরোধীরা বরাবর অভিযোগ করে এসেছেন, নেহরু-গান্ধী পরিবারই দলটি চালায়। যোগ্যতা থাক বা না থাক, ঐ পরিবারেরই কেউ কংগ্রেসের সভাপতি হন। লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরে সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে। ভোটের ফল প্রকাশের পরেই রাহুল ঘোষণা করেন, পরাজয়ের ১০০ ভাগ দায় তিনি নিজে নিচ্ছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চান। কিন্তু ওয়ার্কিং কমিটি তাঁর ইস্তফা গ্রহণ করেনি। তারপরেও দুই সপ্তাহ ধরে রাহুল নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।