ভারতে যে কোন কম্পিউটারে নজরদারি চালাতে পারবে গোয়েন্দা সংস্থা

ভারতে এখন থেকে যে কোন কম্পিউটারে নজরদারি চালাতে পারবে ১০ টি গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এরই মধ্যে এ বিষয়ে নির্দেশিকাও জারি করেছে।

নির্দেশিকায় জানানো হয়েছে, কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে আইবি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স, সিবিআই, এনআইএ, র, ডাইরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স, দিল্লির পুলিশ কমিশনার যে কোন কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা জারি নিয়ে ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে সিপিএম পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রশ্ন, দেশের মানুষদের সঙ্গে কি সরকার অপরাধীর মতো আচরণ করবে! সীতারাম ইয়েচুরি এক টুইট বার্তায় জানিয়েছেন দেশের প্রত্যেকটি মানুষের পেছনে গোয়েন্দাগিরি করার ব্যবস্থা একেবারেই অসাংবিধানিক।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।