পশ্চিমবঙ্গে পঞ্চায়েত মামলায় জয়ের দিনই সুপ্রিম কোর্টেই বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে তিন বিজেপি কর্মীর হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করলো সর্বোচ্চ আদালত। বিচারপতি একে সিকরি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে।
উল্লেখ করা যেতে পারে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পর পুরুলিয়ায় পর পর তিন বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু ঘটে। বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে দলের ভরাডুবি হওয়ায় তাদের একের পর এক কর্মীকে খুন করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চেয়েছিল তৃণমূল। অভিযোগ যদিও অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও শক্তিপদ সরকার হত্যা মামলায় পুলিশী তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলার শুনানিতে আজ শুক্রবার বিজেপি'র আইনজীবী গৌরব ভাটিয়ার সওয়ালের প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতিদ্বয়। এই সঙ্গে ঐ মামলায় নিহতদের পরিবারের জন্য পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।