আগামী দুই মাসে ভারতের পাঁচটি রাজ্যে বিধান সভা নির্বাচন

আগামী এপ্রিল মাসের গোড়ার থেকে এবং মে মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত ভারতের পাঁচটি রাজ্যের বিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি (যার অতীত নাম এক সময় ছিল পন্ডিচেরী)।

এর মধ্যে পশ্চিমবঙ্গ বিধান সভা ভোট অনুষ্ঠিত হচ্ছ সাত দফায়, অসমে দু দফায় এবং বাকি তিন রাজ্যে একইদিনে ভোট সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গে ভোট শরু ৪ঠা এপ্রিল এবং শেষ ৫ মে ও ফল ঘোষনা ১৯ মে। অসমে ভোট ৪ঠা এপ্রিল এবং ১১ই এপ্রিল এবং বাকি আর তিন রাজ্যে ভোট ১৬ই মে।

নির্বাচন কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং অসমের সব ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারের ভোটেই ভোটযন্ত্রে নোটা বোতামের বিশেষ প্রতীক থাকছে এবং ইভিএমে সব প্রার্থীর ছবিও থাকছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

আগামী দুই মাসে ভারতের পাঁচটি রাজ্যে বিধান সভা নির্বাচন