ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কলকাতায় ম্যারাথনের আয়োজন করেছে

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কলকাতায় এই প্রথম একটি ম্যারাথনের আয়োজন করেছে। আর এর লক্ষ্য ডাক্তারদের সঙ্গে রোগীদের সম্পর্কে আস্থার ভাব ফিরিয়ে আনা।

সম্প্রতি বেশ কিছু ঘটনার ফলে কলকাতায় ডাক্তারদের, বিশেষ করে যাঁঁরা হাসপাতালে কর্মরত তাঁদের সঙ্গে রোগীদের আত্মীয় স্বজনের সম্পর্কে ভাঙন ধরেছে। এই অনভিপ্রেত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তর-পশ্চিম কলকাতা শাখা একটি অভিনব ম্যারাথনের আয়োজন করেছে।

প্রতি বছর পয়লা জুুুলাই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে ডাক্তার দিবস পালিত হয়। তার ঠিক আগের দিন ৩১শে জুন রবিবার সল্টলেকের সিটি সেন্টার থেকে ভোর বেলায় ঐ ম্যারাথন দৌড়ে অংশ নেবেন কলকাতার পাঁচশো জন ডাক্তার ও তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে রোগীরাও।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তী'র রিপোর্ট।