লোকসভায় “এএফএসপিএ” প্রত্যাহারের দাবী

নয়াদিল্লী থেকে পিটিআই সূত্রের খবর, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহার করে নেওয়ার দাবী উঠলো লোকসভায়।

বিজেডি সদস্য তথাগত শতপথী লোকসভায় বলেছেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে “এএফএসপিএ” জারি রয়েছে। সশস্ত্র সেনাবাহিনীর হাতে সেখানে এ পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশী নিরীহ মানুষ খুন হয়েছেন। এই আইন সেখানকার যুব সম্প্রদায়ের সঙ্গে দেশের একটা ভেদরেখা তৈরী করেছে। আফস্পার জন্য উত্তর পূর্বাঞ্চলের যুব সম্প্রদায় দেশের মূল স্রোতের সঙ্গে একাত্ম হতে পারছে না বলেও তিনি জানিয়েছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

লোকসভায় 'আফস্পা' প্রত্যাহারের দাবী