বিদেশী পর্যটকরা ভারত মুখো হচ্ছেন, অ্যাসোচেম'র সমীক্ষা

বর্ষশেষের ছুটিতে বেড়াতে যাওয়া ভারতীয়দের কাছে অত্যন্ত পছন্দের। বিদেশীদের কাছে তো বটেই। সম্প্রতি সর্বভারতীয় বনিক সভা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- অ্যাসোচেম এর করা এক সমীক্ষায় দেখা যাচ্ছে আন্তর্জাতিক টুরিষ্ট ষ্পট গুলিতে সন্ত্রাসবাদের গন্ধ থাকায় প্রচুর বিদেশী ভারত মুখো হচ্ছেন।

যে সংখ্যক পর্যটক বেশী আসবে বলে ধরে নেওয়া হচ্ছে তাতে অন্যান্য বছরের তুলনায় অন্তত ১০ শতাংশ ব্যবসা বৃদ্ধির আশা দেখছেন পর্যটন শিল্পের সঙ্গে থাকা কর্তা ব্যক্তিরা। তবে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে হিমাচল প্রদেশ, রাজস্থান, কাশ্মীরের মতো রাজ্যগুলি। সেখানে কলকাতা বা পশ্চিমবঙ্গ অনেকই পিছিয়ে রয়েছে। এই বিষয়টিতে প্রচার হীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কলকাতাসহ গোটা রাজ্যে কী প্রাকতিক সৌর্ন্দয্য আছে তা অনেকেরই জানা নেই। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

বিদেশী পর্যটকরা ভারত মুখো হচ্ছেন, অ্যাসোচেম'র সমীক্ষা