মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

ভারতের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনা বাতিল করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলায় হিংসার ছবি তুলে ধরে যেভাবে বিজেপি'র তরফে রাজনৈতিকভাবে প্রচার চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত৷ টুইটারে সেকথা স্পষ্ট করেছেন তিনি নিজেই৷

আগামীকাল ৩০ শে মে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে আমন্ত্রিত ছিলেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী।

নির্বাচন পরবর্তী সময়ে বিরোধিতা সরিয়ে রেখে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই মতো মঙ্গলবার বিকেলেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল৷ তবে গতকাল মঙ্গলবার দুপুর নাগাদই সবটা পরিবর্তন হয়ে যায়৷ এরাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদেরও শপথমঞ্চে ডেকেছেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর থেকেই বিজেপি নেতৃত্ব প্রচার করতে শুরু করেছে, বাংলায় তৃণমূলের অত্যাচারে বহুসংখ্যক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ আর তা নিয়েই আপত্তি মুখ্যমন্ত্রীর৷

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।