ভারত ধর্মের রাজনীতিতে উত্তপ্ত

ভারতে ধর্মের রাজনীতিতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজনীতির অঙ্গন। কিন্তু কেন? আর বৃহৎ দলগুলো ধর্মের রাজনীতি হিসাবে কি করছে—তা জানতে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী’র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।

দীপংকর চক্রবর্তী- ধর্মের নামে রাজনীতি তো নতুন কিছু নয়, তা হলে এবার রাজনীতির অঙ্গন এতটা উত্তপ্ত হলো কেন? সব দলই কি একই রকম করছে? কংগ্রেস ও তার নবীন সভাপতি রাহুল গান্ধীকে তো আগে কখনো ধর্ম নিয়ে তেমন কথা বলতে দেখা যায়নি, এবার কেন বলছেন?-- এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন।

Your browser doesn’t support HTML5

ভারত ধর্মের রাজনীতিতে উত্তপ্ত