নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করলো ইন্টারপোল

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি)১৩৫৭৮ কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত শিল্পপতি নীরব মোদী, তাঁর ভাই নিশাল মোদী এবং তাঁর সংস্থার কর্তা সুভাষ পরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করলো ইন্টারপোল।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেষ্টিগেশন সিবিআই-এর অনুরোধের ভিত্তিতেই নীরবদের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রের খবর। এর ফলে ১৯০টি দেশের পুলিশ নীরব মোদিকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারবে। পিএনবি জালিয়াতিতে মূল অভিযুক্ত নীরব মোদি তাঁর স্ত্রী অ্যামি ও আত্মীয় মেহুল চোকসি এ বছরের জানুয়ারিতেই দেশ ছেড়ে পালায় বলে জানা যায়। এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু হয়।

গত মাসেই নীরব মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয় সিবিআই। তার ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গেছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।