ভারতে একটি গীর্জায় হামলা হয়েছে

ভারতে, দেশটির মধ্যাঞ্চলের একটি গীর্জায় হামলা হয়েছে এবং এতে করে দেশটিতে অসহিষ্ণুতা নিয়ে জোর কথাবার্তা-আলোচনা চলছে, সেদিকেই সবার দৃষ্টি আবার নিবদ্ধ হচ্ছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির শাসনামলেই এ হামলা ঘটছে বলে প্রতিয়মান হচ্ছে।

ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি খতিয়ে দেখবার জন্যে যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থার লোকজন ভারতে যাবার জন্যে ভিসা চেয়েছিলেন কিছুদিন আগে, ভারত সরকার ঐ ভিসা মঞ্জুরে অসম্মতি জানানোর ক’দিন বাদেই এ হামলার ঘটনা ঘটলো। ভিসা প্রত্যাখ্যানের সময় যুক্তি দেয়া হয়েছিল যে ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেওয়া একটি দেশে পরিস্থিতি যাচাই করবার কোনো এখতিয়ার ঐ সংস্থার নেই।

গীর্জার ওপর এ হামলা হয়েছে রবিবার ছত্তিস গড় রাজ্যে। দলবদ্ধ লোকজন রাজধানী রাইপুরের অদূরে ঐ গীর্জার অপর চড়াও হয়। গীর্জার দেখভাল করার লোকজনকে হেনস্তা করে এবং আসবাবপত্র ভাংচুর করে।

ছত্তিস গড়ের মূখ্যমন্ত্রী রামান সিং বলেছেন, দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে।