শুক্রবার স্বঘোষিত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু কত দিনের কারাবাস, তা ঘোষিত হবে সোমবার। তবে উত্তেজনা এড়াতে আদালত অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন হরিয়ানা পুলিশ প্রধান। এ দিকে, শুক্রবারের হাঙ্গামায় মৃত অনেকেরই পরিচয় অজানা, আর, এঁদের ৭ জন মহিলা। প্রশ্ন, গোয়েন্দা রিপোর্ট থাকা সত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয় নি কেন হরিয়ানা সরকার? শনিবার হরিয়ানা হাইকোর্ট হরিয়ানা সরকারকে তীব্র ভৎসনা করে বলে, স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে সরকার শুক্রবার কয়েক ঘণ্টা গুন্ডাদের হাতে শহর ছেড়ে দিয়েছিল। রাম রহিমের ৫ কোটি ভক্তের মধ্যে অধিকাংশই বিজেপিকে ভোট দিয়ে বিধানসভায় জিতিয়ে আনে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার দ্বিধাগ্রস্ত ছিল বলে জানা যাচ্ছে। এঁর সমর্থক অন্যান্য দলেও কম নয়। অতীতেও রাম রহিমের বিরুদ্ধে নানান গুরুতর অভিযোগ থাকা সত্বেও তাই ব্যবস্থা নেয় নি সরকার।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট