বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ দিনে ১৬ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন

ডেঙ্গু আক্রান্ত হলে বা ডেঙ্গু রোগের উপসর্গ দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষা ব্যতিরেকে ঈদের সময় ঢাকা ত্যাগ না করার জন্য কর্তৃপক্ষীয়ভাবে সবার প্রতি আহবান জানানো হয়েছে।

মন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার বলেছেন, জ্বর থাকলে রক্ত পরীক্ষা ছাড়া ঢাকা না ছাড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকদের সর্বোচ্চ সংগঠন বিএমএ’র সাবেক সভাপতি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: রশিদ ই মাহবুব ঈদে বাড়ি যাওয়া মানুষের কারণে ডেঙ্গু আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন।

আগস্ট মাসের প্রথম ৭ দিনে অধিক সংখ্যায় মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ঐ প্রথম ৭ দিনে প্রায় ১৬ হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাইয়ের পুরো মাসে এই সংখ্যা ছিল ১৬,২৫৩ জন। ২০১৮ সালে পুরো বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৪৮ জন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।

এদিকে, কক্সবাজারে ৬৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। শরণার্থী শিবিরে আক্রান্তের হার কম হলেও হাসপাতালগুলোতে ভীড় করছেন উদ্বিগ্ন রোহিঙ্গারা।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।