তিন তালাক ও বহু বিবাহের মুসলিম প্রথার বিরোধীতা করলো ভারত সরকার

ভারতীয় মুসলিম পুরুষরা তিন বার তালাক উচ্চারণ করেই বিয়ে ভেঙে দিতে পারেন বা একই সঙ্গে চারজন স্ত্রী রাখতে পারেন। ভারতীয় মুসলিমদের পার্সোনাল ল' বোর্ড এক মামলায় সুপ্রিম কোর্টকে বলেছে, এই প্রথা দুটি ইসলামের আবশ্যিক অঙ্গ।

বোর্ডের আরও যুক্তি, ভাগ্যিস সহজে বিয়ে ভাঙার ব্যবস্থা রয়েছে, নাহলে স্ত্রী বিবাহ বিচ্ছেদে অরাজী থাকলে, ক্রুদ্ধ স্বামী তো স্ত্রীকে খুনও করে ফেলতে পারেন!

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, তুরস্ক কিংবা ইন্দোনেশিয়ার মত মুসলিম দেশের নজির দেখিয়ে কেন্দ্র শীর্ষ আদালতকে বলেছে, তারা যদি মুসলিম ব্যক্তিগত আইন সংস্কার করে এই সব প্রথা বাতিল করে দিয়ে থাকতে পারে, ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশ মুসলিম নারীদের প্রতি অপমানজনক ও সংবিধান বিরোধী প্রথা চলতে দেবে কেন?

জাতিপুঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ হিসেবেও ভারত কিন্তু নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের একই সমানাধিকার রক্ষার দায় রয়েছে ভারতীয় সংবিধানেও। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

তিন তালাক ও বহু বিবাহের মুসলিম প্রথার বিরোধীতা করলো ভারত সরকার