কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামী রবিবার 3রা সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল দশটায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের জনৈক শীর্ষ কেন্দ্রীয় প্রশাসনিক আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। প্রসংগত বলা যেতে পারে দুহাজার চোদ্দো সালের মে মাসে কেন্দ্রে সরকার গড়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার ক্যাবিনেটে পরিবর্তন করছেন প্রধানমন্ত্রী।

রদবদলের প্রক্রিয়ায় ইতিমধ্যেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন চার জুনিয়র মন্ত্রী রাজীব প্রতাপ রুডি, সঞ্জীব বালিয়ান, ফগ্গন সিংহ কুলস্তে ও মহেন্দ্রনাথ পান্ডে। পদত্যাগ করেছেন উমা ভারতী। দুজন ক্যাবিনেট মন্ত্রীও ইস্তফা দিতে চেয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদল আসন্ন বলে গত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। বেঙ্কাইয়া নাইডু মন্ত্রিত্ব ছেড়ে উপরাষ্ট্রপতি হয়েছেন। তারও আগে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল দাভের মৃত্যুর পর সেই মন্ত্রকের বাড়তি দায়িত্ব সামলাচ্ছেন হর্ষবর্ধন। অর্থাৎ বেঙ্কাইয়া নাইডু, অনিল দাভের মন্ত্রকগুলি খালি রয়েছে। পাশাপাশি এবারের রদবদলে বিরোধী শিবির ছেড়ে ফের এনডিএ-তে সামিল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ থেকেও দুজনকে মোদী মন্ত্রী করতে পারেন বলে জোর জল্পনা রয়েছে রয়েছে বলেই খবর।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট