প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ-প্রশাসনের সমালোচনা

Narendra Modi

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনার জন্য তদন্তকারী কেন্দ্রীয় দল সভার আয়োজক রাজ্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ-প্রশাসনেরও সমালোচনা করেছে।গত সোমবার নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় সভার একদিকের সামিয়ানা খুঁটিশুদ্ধ ভেঙে পড়ে শতাধিক মানুষ কম বেশি জখম হন। এটাকে দুর্ঘটনা বলে স্বীকার করে নিয়েও কেন্দ্রীয় দলের মতে, এটা এড়ানো যেত। বিশেষজ্ঞরা দেখেছেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে গিয়েছিল, সেখানে ভারী লোহার খুঁটি বসাতে যতটা গর্ত খোঁড়া দরকার ছিল, তার চেয়ে অনেক কম গর্ত করা হয়। খুঁটির পাশে লোহার প্লেটে চারটি করে নাট বোল্টু থাকার কথা, ছিল একটি করে। তার ওপর বৃষ্টির জল পড়ে শামিয়ানা ভারী হয়ে যায়, যে ভারে গোটা কাঠামোটাই ভেঙে পড়ে। আর সভায় এত জনসমাবেশ হবে, উদ্যোক্তা রাজ্য বিজেপি নেতারা তাও ভাবেননি। এসবই তাঁদের অনভিজ্ঞতা ও অব্যবস্থাপনার ফল। তা ছাড়া প্রধানমন্ত্রীর সভায় যাতে অঘটন না ঘটে, তা দেখার দায়িত্ব রাজ্য পুলিশ-প্রশাসনের। তাঁরা উদাসীন ছিলেন। এর জন্য প্রধানমন্ত্রীর দফতর কৈফিয়ৎ চেয়েছে।

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপংকর চক্রবর্তীর প্রতিবেদন