ভারতের বিহারে আজ ভোরে দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেস দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্ততঃ ছত্রিশ জন।
রাতে বিহারের যোগবাণী থেকে সাড়ে তিনশো কিলোমিটার পথ যেতে ট্রেনটি ৪০ মিনিট লেট হয়ে যাওয়ায় একটু বেশি জোরেই চলছিল। পাটনা স্টেশনের আধ ঘণ্টা আগে হঠাৎ সেটির ন'টি কামরা লাইনচ্যূত হয়ে তিনটি কামরা পুরো উল্টে দুমড়ে মুচড়ে যায়। তখন বাজে ভোর ৪টে। অন্ধকার, যাত্রীরা ঘুমোচ্ছিলেন। আশপাশের এলাকার বাসিন্দারা বিকট আওয়াজ পেয়ে ছুটে যান। কিন্তু দিনের আলো না ফুটতে তেমন করে উদ্ধার কাজ শুরু করা যায়নি। প্রাথমিক ভাবে রেলের ধারণা, লাইনে ফাটল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত যাত্রীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী পীযূষ গয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ বিভিন্ন নেতা ও নেত্রীরা শোক বার্তা পাঠিয়েছেন। তবে রেল সংক্রান্ত কমিটির বারবার রেল সুরক্ষায় জোর দিতে সুপারিশ এবং রেলমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও আবার এই দুর্ঘটনা কেন্দ্রীয় সরকারের গাফিলতির দিকেই আঙুল তুলছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট