ভারত ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানের বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা দেয়া হল

নতুন দিল্লীতে অনুষ্ঠিত ভারত ও আফগানিস্তানের রাষ্ট্র প্রধানের যৌথ বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। সন্ত্রাসবাদীদের সমর্থন, নিরাপদ আশ্রয় দেওয়া চলবে না, তাদের কোনওরকম পৃষ্ঠপোষকতা নয়, পারস্পরিক বৈঠকে এই কথাই বলেছেন দুজনে। পাশাপাশি দুদেশের মধ্যে নিরাপত্তা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্তও নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও আফগানিস্তানের প্রেসিডেন্ট।

যৌথ আলোচনায় আঞ্চলিক, দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে বিস্তারিত কথা হয় বলে খবর। উপমহাদেশে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসবাদের লাগাতার ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।যৌথ বৈঠকে ফের নরেন্দ্র মোদী জানিয়ে দেন, ভারত সমৃদ্ধ, ঐক্যবদ্ধ, সার্বভৌম, শান্তিপূর্ণ, স্থিতিশীল আফগানিস্তান গড়ে তোলায় সমর্থন অব্যাহত রাখবে। সে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মদক্ষতার বিকাশ, মহিলা ক্ষমতায়ন, শক্তি, পরিকাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে মজবুত করার ব্যাপারে আরও সহায়তা দিতেও ভারত আগ্রহী বলে আসরফ গনিকে জানান তিনি।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছেন, আফগানিস্তানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসাবে ভারত তাদের ১০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করবে।

Your browser doesn’t support HTML5

ভারত ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানের বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা দেয়া হল