ভারত ও আমেরিকার মধ্যে সরাসরি বিমানের সংখ্যা বাড়ছে

এখন ভারত ও আমেরিকার মধ্যে সরাসরি উড়ান চালায় দুটি মাত্র বিমান সংস্থা- এয়ার ইন্ডিয়া ও ইউনাইটেড বিমান সংস্থা।

২০১২ সাল পর্যন্ত পথে কোথাও না থেমে সরাসরি উড়ান চালাত আরও একটি বিমান সংস্থা- আমেরিকান এয়ারলাইনস। কিন্তু তারা এদেশ থেকেই চলে গিয়েছে। এখন শোনা যাচ্ছে, এরা ফের ভারতে ফিরবে। বিদায়ের আগে এদের বিমান সরাসরি উড়তো দিল্লি ও শিকাগো শহরের মধ্যে। এবার ফিরে এসে কোন দুই শহরকে তারা জুড়বে, তা অবশ্য জানা যায়নি।

এখন এয়ার ইন্ডিয়া দিল্লি আর মুম্বই থেকে সরাসরি উড়ান চালায় সানফ্রান্সিস্কো, নিউইয়র্ক ও শিকাগোর মধ্যে। পরিকল্পনা রয়েছে, দিল্লি আর ওয়াশিংটন এ বছরের মধ্যেই সরাসরি যুক্ত হবে। এখন মাঝখানে কোথাও নেমে বিমান বদল করে বেশ কয়েকটি উড়ান পাওয়া যায়। যত বাড়বে সরাসরি উড়ান, তত কমবে ভাড়া, এমনই আশা। লক্ষ্য রয়েছে, সানফ্রান্সিস্কো আর বেঙ্গালুরুর মধ্যেও সপ্তাহে তিন বার সরাসরি উড়ান চালানোর। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

ভারত ও আমেরিকার মধ্যে সরাসরি বিমানের সংখ্যা বাড়ছে