পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে দেওয়া হবে। কারণ এরাই তৃণমূল সরকারের প্রধান শক্তি। শুক্রবার আজ উত্তরবঙ্গের আলিপুদুয়ারে অনুষ্ঠিত দলীয় নির্বাচনী প্রচার সভা থেকে এমনই হুঙ্কার দিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভায় আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘মমতাদি নরেন্দ্র মোদী সরকার ফের ক্ষমতায় আসছে। আমরা এখানেও নাগরিকপঞ্জী চালু করব। প্রতিটি অনুপ্রবেশকারীকে রাজ্যে থেকে খুঁজে খুঁজে বের করব। তাদের বের করে দেব।’ প্রসঙ্গত বলা যেতে পারে অসমে নাগরিকপঞ্জী চালু করার ফলে ইতিমধ্যেই সেখানে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। ৪০ লাখ মানুষ নাগরিকপঞ্জী থেকে বাদ পড়েছেন। অমিত শাহ এদিন আলিপুরদুয়ারে বলেন, ‘সব শরনার্থীরা এখানে আশ্রয় পাবেন। সম্মানের সঙ্গে থাকতে পারবেন। তাদের তাড়ানোর কারও ক্ষমতা নেই। সরকার সিটিজেন্সশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাস করিয়েছে। এর ফলে ভারতের বাইরে থেকে আসা শিখ, বৌদ্ধ, হিন্দু, শিখরা এদেশে নাগরিকত্ব পাবেন।’
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট