সেনা-জওয়ানদের জন্য গান গাইবেন আশা ভোঁসলে

অরুণাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের দুর্গম স্থানে কর্তব্যরত সেনা-জওয়ানদের চিত্তাকর্ষের জন্য গান গাইবেন আশা ভোঁসলে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু একথা জানিয়েছেন। সাম্প্রতিক অতীতে মুম্বইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গায়িকা তাঁকে একথা জানিয়েছেন। মন্ত্রীর কথায়, আশাজি নিজে দুর্গম এলাকায় কর্তব্যরত জওয়ানদের বিনোদনে নিজে গান শোনাতে চেয়েছেন। আশা করি সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ককেকটি বর্ডার পোস্টে ওঁকে নিয়ে যেতে পারব। খুব শীঘ্রই এ ব্যাপারে পরিকল্পনা করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ওয়াঘা সীমান্তে যাবেন আশা। ১৯৪৩ সালে কেরিয়ার শুরু করে ছ’দশকেরও বেশি সময় ধরে সংগীত জগতকে মোহিত করে রেখেছেন তিনি।

বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (আশা ভোসলে)