বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণে ভারত উদ্বিগ্ন

বাংলাদেশের রংপুরে গত সপ্তাহে এক দাঙ্গায় হিন্দুদের ৩০টি বাড়ির ওপর আক্রমণ ও ডজন খানেক বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বিগ্ন ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এ নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে।

ঢাকায় ভারতীয় হাই কমিশন পরিস্থিতির ওপর নজর রাখছে। ও দেশে হাজার দশেক ভারতীয় নানান কাজ করেন। তাঁদের নিরাপত্তা যেন নিশ্চিত থাকে সেটাই বিদেশ মন্ত্রকের চিন্তা। হাসিনার আশ্বাস, রংপুরের দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

জঙ্গি গোষ্ঠীগুলির সক্রিয়তায় উদ্বিগ্ন মার্কিন ও ব্রিটিশ সরকারও। মার্কিন নাগরিকদের বাংলাদেশে আসা নিয়ে সতর্ক করে দিয়েছে মার্কিন সরকার। ঢাকায় ব্রিটিশ হাই কমিশনও সম্প্রতি নিজেদের নাগরিকদের বলেছে, বাংলাদেশে ঘোরাফেরার সময় বাড়তি সতর্ক থাকা ভাল। বিদেশ মন্ত্রকের মনে হয়েছে, মৌলবাদীরা বাংলাদেশে সক্রিয় ও সেজন্যই ঘটছে নানা হিংসাত্মক ঘটনা। ও দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিংহ যে দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য হয়েছেন, তা-ও দিল্লীর নজরে।

Your browser doesn’t support HTML5

GG