ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গীদের তৎপরতা

বাংলাদেশে গুলশান হামলার চক্রীসহ অন্য জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছে। সেদেশের জঙ্গি দমনে তৈরি হওয়া কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট এবং RAB এর তাড়া খেয়ে তারা সীমান্ত লাগোয়া গ্রামে আশ্রয় নিয়েছে। গোয়েন্দা সংস্থা সূত্রে এমন তথ্য পেয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি)। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এই প্রসঙ্গ উঠে এসেছে।এই বিষয় নিয়ে দু’দেশের কর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক হয় পেট্রাপোলে। স্বাধীনতা দিবসের আগে বর্ডার গার্ড অফ বাংলাদেশের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর রীতিমতো উদ্বিগ্ন বিএসএফের কর্তারা। বিশেষত বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফে এই তথ্য পাওয়ার পরই নাশকতার আশঙ্কায় ইতিমধ্যে একইসঙ্গেযৌথ নজরদারি চালানো শুরু হয়েছে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে বলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সূত্রে জানানো হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট সীমান্ত