ভারতের পুলিশের সন্ত্রাসদমন শাখা ভোপাল ট্রেন হামলাকারীকে গ্রেফতার করেছে

Map of India

সরকারী সূত্রের খবর গত মঙ্গলবার ভোপালে ট্রেন হামলা এবং গতকাল লক্ষ্ণৌয় জঙ্গিদের এনকাউন্টার কাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ।আজ এই কাণ্ডের মূল চক্রী তথা প্রাক্তন বায়ুসেনা কর্মী গউস মহম্মদ খানকে কানপুর থেকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা। এটিএস-এর আইজি দলজিৎ সিংহ দাবি করেছেন ইসলামিক স্টেটের খুরাসান মডিউলের মাথা হল গউস মহম্মদ খান। জঙ্গিদের নিয়োগকারী হিসেবেও সে অভিযুক্ত। ভোপালে ট্রেনে নাশকতার মাস্টারমাইন্ডও এই জিএম খান বলেই তিনি দাবী করেছেন।তদন্তকারীদের দাবি, ভোপালে ট্রেনে বিস্ফোরণের খবর জিএম খানকেই দেয় সইফুল। পরে, লখনউয়ে গুলির লড়াইয়ে গতকাল ভারতীয় সময় ভোরে মৃত্যু হয় সইফুলের। জিএম খানের পাশাপাশি তার আরও এক সঙ্গীকেও গ্রেফতার করেছে এটিএস।গোয়েন্দাদের আরও দাবি,এই জঙ্গি মডিউলের আরও কয়েকজন সদস্য এখনও ফেরার। তারা ইতিমধ্যে দিল্লি ঢুকে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে অ্যালার্ট।

এ সম্পর্কে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট (গ্রফতার)