ভারতে বিজেপি আর কয়েকটি বিরোধী দলের মধ্যে বিবাদ

APTOPIX India Kashmir Battle

শেষ পর্যন্ত দেশের নিরাপত্তা নিয়েও তিক্ত বিবাদ বাধিয়ে ফেলল বিজেপি আর কয়েকটি বিরোধী দল। গত ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে জঙ্গী ঘাঁটি আক্রমণ করে দেশবাসীর বাহবা পেয়েছে ভারতীয় সেনারা। কিন্তু এ নিয়ে বিজেপি ব্যাপক কৃতিত্বের ডঙ্কা বাজাতে শুরু করতেই উদ্বিগ্ন বিরোধী দলগুলি। তাদের আশঙ্কা, এই কৃতিত্বের দাবি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে সুবিধে করে দেবে বিজেপি-কে। কংগ্রেস পাল্টা দাবি করছে, ২০১১, ২০১৩ ও ২০১৪ সালেও মনমোহন সিং সরকারের আমলে সেনারা সীমান্ত পেরিয়ে জঙ্গী ঘাঁটি ধ্বংস করে এসেছিল। কই, তা নিয়ে তো এমন বুক বাজিয়ে প্রচার চালানো হয় নি। বিরোধীরা ঐ সার্জিকাল স্ট্রাইকের সব কৃতিত্ব কেবল সেনাদেরই দিতে রাজি, নরেন্দ্র মোদি সরকারকে নয়। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর এই সুরে সুর মিলিয়েছেন প্রধানত সমাজবাদী পার্টির নেতা তথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রি অখিলেশ যাদব আর ঐ রাজ্যেরই আরেক নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রি মায়াবতী।
সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতন গুপ্তের রিপোর্ট (বিবাদ)