ভারতে, এ বছর সংসদে বাজেট পেশ হবে পয়লা ফেব্রুয়ারী, বিরোধী দলগুলির আপত্তি

India Budget

এ বছর সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারী যা কিনা অন্যান্য বছরের মাসখানেক আগে। তা নিয়েই উত্তেজিত বিরোধী দলগুলি নির্বাচন কমিশন আর রাষ্ট্রপতির কাছে আপত্তি জানিয়ে বলেছে, ৫ রাজ্যের নির্বাচন শুরু ৫ জানুয়ারী। কাজেই শাসক বিজেপি তো বাজেটে জনমোহিনী বিভিন্ন প্রস্তাব রাখতে পারে ভোট জেতবার লক্ষ্যে। কাজেই বাজেট হোক ৮ মার্চ নির্বাচন শেষ হলে। কমিশন কি সিদ্ধান্ত নেবে, তা জানা যাবে কয়েক দিনের মধ্যেই। সরকার বলছে, নির্বাচনের বছরগুলিতে সরকার যে অন্তর্বতীকালীন বাজেট পেশ করে, তাতেও তে মানুষকে খুশি করবার প্রস্তাব থাকে। ফলাফল কি তার ফলে বদলে যায়?
এ সম্পর্কে গৌতম গুপ্তের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট