আজ ভারতের অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষের জন্য প্রচুর কর ছাড় দেওয়ার কথা ঘোষণা হয়েছে।আর মাত্র কয়েক মাস পরেই ভারতে সাধারণ নির্বাচন। সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তীকালীন বাজেটে বেশ কিছু জনমোহিনী ঘোষণা করতে পারে এবং কিছু কর ও শুল্ক ছাড় দিতে পারে, আশা করা হয়েছিল। তবু আজকের বাজেট সব আশা ছাপিয়ে সাধারণ মানুষের জন্য আরও অনেক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় আজ সংসদে বাজেট পেশ করেন সাময়িক ভাবে অর্থ মন্ত্রকের ভারপ্রাপ্ত পীযূষ গয়াল। তিনি মধ্যবিত্ত, সাধারণ চাকুরিজীবী, ছোট ব্যবসায়ী ও কৃষিজীবীদের কর ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রস্তাব দেন, যাতে তাঁরা স্পষ্টতই খুশি। যখন তিনি সর্বনিম্ন করছাড়ের সীমা বছরে আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ, অর্থাৎ পাঁচ লক্ষ করার ঘোষণা করেন, সরকার পক্ষের সাংসদরা টেবিল বাজিয়ে অভিনন্দন জানান।
দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা
Your browser doesn’t support HTML5
ভারতের সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ