সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ভৈরব নদীর ওপর এক সেতু থেকে পড়ে যায় নদীতে। সারা দিন ধরে উদ্ধারের কাজ চললেও সন্ধ্যা ছটা পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে ২০টি। বাসটি এখনও ক্রেনের শিকলে ঝুলে রয়েছে, কিছুটা অংশ জলে। সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে বৈদ্যুতিক আলোয় কাজে চালানোর চেষ্টা করলেও এ দিনই বাস ও মৃতদেহ উদ্ধারের কাজ শেষ হওয়া কঠিন। প্রথমে অনুমান ছিল, বাসে মোট অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন। কিন্তু জনা সাতেক যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও মৃতের সংখ্যা কম-বেশি ৪৫ হওয়ার কথা। অথচ, ততগুলি মৃতদেহ মেলে নি। সেজন্যই কিছু দেহ নদীতে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উড়ে যান ঘটনাস্থলে। মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণও ঘোষণা করেন সেখানে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট