কল সেন্টারকে সামনে রেখে আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়ার মতো দেশের নাগরিকদের ঠকিয়ে ডলার আদায় বন্ধ করতে সক্রিয় হচ্ছে কলকাতা তথা রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজার। কলকাতা তথা রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজার সূত্রের খবর, এমন অপরাধ ঠেকাতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে প্রয়োজনে কথা বলতে চায় কলকাতা পুলিশ। বেআইনি কল সেন্টারকে সামনে রেখে মূলত, ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল’-এর মাধ্যমে কলকাতার কিছু দুষ্কৃতী বিদেশি নাগরিকদের কাছ থেকে তোলা আদায় করছে। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি এই অপরাধ পাকাপাকি বন্ধ করতে চায় লালবাজার। সেক্ষেত্রে ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল’ ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চালু হতে পারে। এদিকে, কলকাতা বিমানবন্দরের সামনে থেকে এই চক্রের দুই পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতরা হল, সৈয়দ বেলাল হোসেন ওরফে ইমরান এবং আদিল আনোয়ার। গোয়েন্দাদের দাবি, এই দুই অভিযুক্ত ব্যাঙ্কককে পালিয়ে গিয়েছিল। এই নিয়ে মোট পণেরো জনকে গ্রেপ্তার করল লালবাজার। ধৃতদের কাছ থেকে একটি বিএমডব্লু গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।
Your browser doesn’t support HTML5
বেআইনি কল সেন্টার বন্ধ করতে সক্রিয় হচ্ছে কলকাতা পুলিশ