উত্তর প্রদেশে উচ্চবর্নের নিষেধের প্রাচীর ভেঙেছেন এক দলিত যুবক

ভারতের উত্তর প্রদেশে এক দলিত যুবক তথাকথিত উচ্চবর্নের নিষেধের প্রাচীর ভেঙেছেন। যা নিন্মবর্নের মানুষের ওপর উচ্চবর্নের মানুষের নির্যাতন প্রতিরোধে এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

দলিত ঐ যুবক ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে চাইছিলেন। যা কোন ভাবেই মানতে পারছিলেন না স্থানীয় উচ্চবর্নের মানুষেরা। শেষে পুলিশের সাহায্যে দলিত ঐ যুবকটি তার স্বপ্ন পূরন করতে পেরেছেন। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

উত্তর প্রদেশে উচ্চবর্নের নিষেধের প্রাচীর ভেঙেছেন এক দলিত যুবক